তুফান চাকমাঃ নানিয়ারচর প্রতিনিধি, রাঙ্গামাটি সদর থেকে নানিয়ারচর উপজেলায় সড়কপথে যোগাযোগের সংযোগস্থলে কুতুকছড়ি বাজারের বেইলি ব্রিজ ভেঙে ৩ জনের মৃত্যু খবর পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, আজ সকাল ৬টায় রাঙ্গামাটি থেকে পাথর নিয়ে আসা ট্রাক ব্রিজের মাঝখানে এলে ব্রিজটা ভেঙে যায় এবং ঘটনাস্থলে ৩জনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।
মৃত ব্যক্তিদের লাশ পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার করেছে৷
এদিকে ব্রিজ ভেঙ্গে যাওয়ার কারণে রাঙ্গামাটি সড়কের সাথে নানিয়ারচর ও খাগড়াছড়ি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে ।