মৌলভীবাজার প্রতিনিধিঃ করোনা সংক্রমণ প্রতিরোধে মৌলভীবাজারে ৩৬০ আউলিয়ার অন্যতম সফর সঙ্গী হযরত সৈয়দ শাহ মোস্তফা বোগদাদী শের সওয়ার চাবুকমার (র:) এর ৬৮০তম ওরুস মোবারক উপলক্ষে দরগাহ প্রাঙ্গণে মেলা হচ্ছে না।
সৈয়দ শাহ মোস্তফা (র:) মাজার শরিফের মোতায়াল্লী সৈয়দ খলিল উল্লাহ ছালিক জুনেদে বিষয়টি নিশ্চিত করে জানান, এ বছর করোনার কারণে মেলা হচ্ছে না। ওরুস উপলক্ষে মিলাদ মাহফিল, গরু জবেহ, গিলাফ চড়ানো, জিগির আছকার ও শিরনী বিতরণ করা হবে এর বাহিরে আর কোন আনুষ্ঠানিকতা নেই ।
উল্লেখ্য, হযরত শাহজালাল (রঃ) এর অন্যতম সঙ্গী হযরত সৈয়দ শাহ্ মোস্তফা (রঃ) মৌলভীবাজার এলাকায় এসে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন।উরুস কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, ১৪ জানুয়ারী বাদ আছর থেকে মিলাদ মহফিল ও গরু জবহের মাধ্যমে উরুসের আনুষ্ঠানিকতা শুরু হবে। ওই দিন বাদ এশাহ জিকির আছকারও হবে। পরদিন গিলাফ চড়ানো এবং বাদ জোহর মিলাদ মাহফিল ও শিরনী বিতরণ করা হবে। এরপর বাদ এশা আখেরী মোনাজাতের মাধ্যমে সমাপ্ত হবে উরুস।