মোঃএনামুল হক,স্টাফ রিপোর্টারঃ শেরপুর জেলা শিক্ষা অফিসার হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক মোঃরেজুয়ান।
শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমীতে ৩ বছর ৩ মাস প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে ১১ জানুয়ারি সোমবার জেলা শিক্ষা অফিসার হিসেবে শেরপুরে যোগদান করেন তিনি।
গতকাল ৫ জানুয়ারি ২০২১খ্রি. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর সরকারি মাধ্যমিক শাখা এক প্রজ্ঞাপনে শেরপুর সরকারি ভিক্টোরিয়া একাডেমির প্রধান শিক্ষক পদ থেকে জেলা শিক্ষা অফিসার পদে শেরপুরে বদলী ভিত্তিক পদায়ন করা হয়।
বিদায় বেলায় তিনি ভিক্টোরিয়া একাডেমীতে দায়িত্ব পালনকালে শিক্ষক ও কর্মচারীদের সহযোগিতা ও ভালবাসা কৃতজ্ঞতা প্রকাশ করেন।বিদায় বেলায় তাঁদের ভালবাসায় অশ্রুসিক্ত হয়েছেন।
তিনি মহামারি করোনার কারণে স্নেহের শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ না হওয়ায় খুব ব্যাথিত। স্কুলে আসতে না পেরে শিক্ষার্থীরাও ভাল নেই। তাদের কোলাহলে স্কুলে মুখরতাও নেই, কেমন যেন নিরবতা।
তিনি বলেন মহান আল্লাহতা’লা যেন আমাদের সবাইকে করোনা থেকে মুক্তি দান করেন। শিক্ষক শিক্ষার্থীসহ সবাইকে আল্লাহতা’লা যেন ভাল রাখেন,সুস্থ ও নিরাপদ রাখেন।
ভিক্টোরিয়া একাডেমী নতুন প্রধান শিক্ষকের নেতৃত্বে আরও এগিয়ে যাবে এই প্রত্যাশা করেন তিনি।
নব দায়িত্ব প্রাপ্ত জেলা শিক্ষা অফিসার মোঃরেজুয়ান সবার কাছে দু’আ চান,আল্লাহতা’লা যেন সততার সাথে তাকে দায়িত্ব পালনের তৌফিক দান করেন।