আরিফুল ইসলাম,রাঙ্গামাটিঃ আজ ১১ই জানুয়ারি ২০২১ খ্রি. অনিন্দ্য সুন্দর সবুজ রাঙ্গামাটির প্রাণকেন্দ্রে অবস্থিত আকর্ষণীয় বিনোদন কেন্দ্র পলওয়েল পার্ক এন্ড কটেজ সপরিবারে পরিদর্শন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে.আব্দুল মোমেন, এমপি । মাননীয় মন্ত্রী মহোদয় পলওয়েল পার্কে পৌঁছালে স্বাগত জানান অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব তাপস রঞ্জন ঘোষ এবং মাননীয় মন্ত্রী ও বেগম সেলিনা মোমেন মহোদয়কে পলওয়েল পার্ক এন্ড কটেজের পক্ষ থেকে রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যরা ফুলেল শুভেচ্ছা জানান।
মাননীয় মন্ত্রী মহোদয় পলওয়েল পার্কের প্রবেশ পথ, ঢেঁকি শিল্প, কলসি ঝরণা, হিলভিউ পয়েন্ট, পলওয়েল ক্যাফেটেরিয়া, ঝুলন্ত সেতু, লাভ পয়েন্ট, সুইমিংপুল ও পলওয়েল কটেজ প্রভৃতি ঘুরে দেখেন এবং এর সৌন্দর্যে মোহিত হন। নান্দনিক কারুকার্যখচিত ও আধুনিক সুযোগ-সুবিধা সংবলিত ভিআইপি গোল্ডেন শাওয়ার কটেজ পরিদর্শন করেন এবং গোল্ডেন শাওয়ার কটেজ থেকে কাপ্তাই লেকের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করে আপ্লুত হন।
মন্ত্রী মহোদয় পলওয়েল পার্কের পরিদর্শন বইতে মন্তব্য করেন, রিসোর্ট দেখে খুবই ভালো লাগলো। অত্র এলাকায় অনেক দর্শনার্থী আসেন এবং এই প্রতিষ্ঠানটি তাদের মনের খোরাক মিটাতে সহায়কের ভূমিকা পালন করবে। এ ধরনের দৃষ্টি নন্দিত প্রতিষ্ঠান এমন সুন্দর প্রাকৃতিক পরিবেশে করা হলে আমাদের যেমন চাহিদা মেটাবে, প্রতিষ্ঠানের আয়ও বাড়বে, পর্যটন শিল্পের শ্রীবৃদ্ধি হবে। আমি অত্র প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি– যারা এ প্রতিষ্ঠান তৈরী করেছেন তাদের জীবন উন্নত হোক, উজ্জ্বল হোক, নন্দিত হোক-হে আমার প্রতিপালক।
এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সম্মানিত চেয়ারম্যান জনাব নব বিক্রম কিশোর ত্রিপুরা ও মিসেস অনামিকা ত্রিপুরা, ডিজিএফআই এর সম্মানিত কর্ণেল জিএস ইমরান ইবনে রউফ সহ বিভিন্ন দপ্তরের উর্ধ্বতন অফিসার ও রাঙ্গামাটি জেলা পুলিশের সদস্যবৃন্দ।