ফরহাদুজ্জামান,নাটোর জেলা প্রতিনিধিঃ অবশেষে নাটোরের নলডাঙ্গায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে ৪দিন ধরে অনশনরত প্রেমিকা পপি’র বিয়ে হল তার প্রেমিক সাইফুলের সাথে। সোমবার বিকাল সোয়া ৫টার দিকে নলডাঙ্গা উপজেলার পিপরুল ইউনিয়নের ঠাকুর লক্ষীকোল মদনহাট পাবনা পাড়া গ্রামে প্রেমিকের নিজ বাড়ীতে তাদের বিয়ে সর্ম্পন্ন হয়। বিয়েতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম, পিপরুল ইউনিয়নের চেয়ারম্যান কলিম উদ্দিন ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের এই বিয়েতে ৬ লক্ষ ১টাকা দেনমোহর ধার্য্য করা হয়। এই ঘটনায় এলাকায় খুশির আমেজ বিরাজ করছে। প্রেমিক সাইফুল একই গ্রামের সিদ্দিক মোল্লার ছেলে এবং পপি একই উপজেলার সোনারমোড় এলাকার মৃত আব্দুস সোবাহানের মেয়ে। এর আগে গত বৃহস্পতিবার ৭ জানুয়ারী থেকে স্ত্রীর স্বীকৃতির দাবিতে প্রেমিক সাইফুলের বাড়িতে অবস্থান নেন পপি।
ফরহাদুজ্জামান
নাটোর
১১/১/২০২১/
০১৭২০৩৪৩৮৭০