বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জঃ রূপগঞ্জ উপজেলা তারাব পৌরসভা আসন্ন কাউন্সিলর পদপার্থীদের তুমুল প্রচারণা চলছে। চষে বেড়াচ্ছেন টি- টেবিল মার্কা প্রতীক নিয়ে বাঘা আরজু মিয়া। কারো থেকে কোনো অংশে কমতি নেই তার টি- টেবিল মার্কা প্রচার প্রচারণা সাবেক কাউন্সিলর মোঃ আরজু মিয়া, শিক্ষিত মেধা ও জনপ্রিয়তা তার সুনাম কুড়িয়ে সবার ভালোবাসায় সিক্ত এক আওয়ামী লীগের আত্ত্বনিবোদিত প্রাণ।
এলাকায় জরিপ করে জনগণের কাছ থেকে তথ্য সংগ্রহ করে বিবিসিনিউজ টুয়েন্টি ফোর ডটকম ডটবিডির বিশেষ প্রতিনিধি জানতে পেরেছি তিনি একজন সৎ সাহসী বিপ্লবী জনদরদী গরীবের কাণ্ডারী বাংলার সৈনিক সাদা মনের মানুষ তার তেমন অর্থ সম্পদ নেই। জনসাধারণের জমানো টাকা দিয়েই সে এবারের কাউন্সিলর পদপার্থী হয়ে এলাকাবাসীর স্বপ্ন পূরণের লক্ষ্যেই তার মাঠে নামা। দলীয় ও সাংগঠনিক সমর্থন না পেলেও সে এবারের চিতা বাঘা কাউন্সিলর। তার প্রচার প্রচারণায় সবার কাছে আলোচনা ও সমালোচনার মুখরে মুখরিত।
তার এক কথা এক দাবি আমাকে একবার সুযোগ দিয়ে এলাকাবাসীসহ ৩ নং ওয়ার্ডবাসীদের সেবা করার সুযোগ দিন। আওয়ামী লীগ আমার রক্তে প্রাণে মিশে রয়েছে সন্ত্রাসী চাঁদাবাজি নয় জনগণের শান্তির লক্ষ্যে এলাকাবাসীদের উন্নয়নের লক্ষ্যে আরেকবার বাঘের গর্জন তার প্রচার প্রচারণায় জনগণ আনন্দে মূখরিত। আরজু মিয়ার মার্কা টি- টেবিল মার্কা।