ডেস্ক রিপোর্টঃ ওয়ালটন ফেডারেশন কাপ ২০২০’ এর আজকের খেলাটি বিকেল ৪:০০ ঘটিকায় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বসুন্ধরা কিংস ও সাইফ স্পোর্টিং ক্লাব এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় বসুন্ধরা কিংস সাইফ স্পোর্টিং ক্লাব কে ১-০ গোলের ব্যবধানে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বসুন্ধরা কিংস এর হয়ে খেলার ৫২ মিনিটে বিজয়ী গোল করে ম্যান অব দ্য ম্যাচ হন রাউল অস্কার বেসেরা।
টুর্নামেন্টের রানার্স আপ হয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। টুর্নামেন্টের ফেয়ার প্লে-এর ট্রফি অর্জন করেছে চট্টগ্রাম আবাহনী লিমিটেড। সর্বোচ্চ স্কোরার হিসেবে ক্রেস্ট প্রাপ্ত হয়েছেন বসুন্ধরা কিংস-এর রাউল অস্কার বেসেরা ও সাইফ স্পোর্টিং ক্লাব-এর কেনেথ ইকেচুকওয়ু এবং সবচেয়ে মূল্যবান প্লেয়ার হিসেবে মনোনীত হয়েছেন সাইফ স্পোর্টিং ক্লাব-এর কেনেথ ইকেচুকওয়ু।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ হাসান রাসেল, এমপি এছাড়া বাফুফের সিনিয়র সহ-সভাপতি জনাব আব্দুস সালাম মুর্শেদী-এমপি, ওয়ালটন গ্রুপের পক্ষে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ ডাইরেক্টর জনাব এফ এম ইকবাল বিন আনোয়ার ডন, প্রিমিয়ার ব্যাংক লিমিটেডের সিনিয়র সহ-সভাপতি মোঃ তারেক উদ্দিন, আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহ মোঃ মইনউদ্দিন, বাফুফের এক্সকো সদস্য ও সাধারণ সম্পাদক মোঃ আবু নাইম সোহাগ উপস্থিত ছিলেন।