কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রাম উলিপুর উপজেলায় প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে প্রশাসন।
করোনা ভাইরাসের শুরু থেকে উপজেলা প্রশাসন এ উপজেলায় দরিদ্র অসহায় মানুষের জন্য নিরলস ভাবে কাজ করছে। তারি ধারাবাহিকতায় আজ ১১ ফেব্রুয়ারী সোমবার বেলা ১১ টার দিকে উপজেলা প্রশাসন উলিপুর পক্ষ থেকে হাতিয়া ইউনিয়ন পরিষদ এর আয়োজনে কদমতলা সরকার বাজার সংলগ্ন মডার্ন ইসলামিয়া প্রি-ক্যাডেট স্কুল প্রাঙ্গনে ১৫০ জন কর্মহীন হত দরিদ্র মানুষের মাঝে প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী ত্রাণ বিতরণ করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ গোলাম হোসেন মন্টু। এসময় উপস্থিত ছিলেন হাতিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন বিএসসি, সহকারি অধ্যাপক সাংবাদিক জাহাঙ্গীর আলম সরদার, প্রভাষক মতিউর রহমান, গ্রাজুয়েট ক্লাবের সমন্বয়ক আব্দুর রাজ্জাক সরকার, বিশিষ্ট ব্যবসায়ী মইনুল ইসলাম, আসাদুজ্জামান বাবলু, স্বাস্থ্য সহকারী সাইফুর রহমান, বাহারাম বাদশা তৌফিকুজ্জামান রাসেলসহ আরো অনেকে। এসময় প্রত্যেককে চাল, আলু, ডাল, লবন, চিনি, সয়াবিন তেল, ত্রাণ সামগ্রী হিসেবে বিতরণ করা হয় । পরবর্তীতে পর্যায়ক্রমে আরও অনেকের মাঝে বিতরণ করা হবে বলে আশ্বস্ত করেন। এসময় উপজেলা চেয়ারম্যান বলেন, সবাই মাস্ক ব্যবহার করব , প্রশাসনকে সহযোগিতা করবো, সামাজিক দূরত্ব বজায় রাখবো প্রয়োজনে। এছাড়াও দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ স্বাস্থ্য খাতের সাফল্য তুলে ধরেন, অতি শীঘ্রই করোনা ভ্যাকসিন পেয়ে যাবে সরকার । এসময় তিনি উপজেলায় শীতার্ত গরীব দুঃখী মানুষের নিরাপদে ঘরে অবস্থান করার আহ্বান জানান।