ডেস্ক রিপোর্টঃ সব্যাটারী চালিত অটোরিক্সা বন্ধে সফল হয়েছে আজমপুর পুলিশ ফাড়ি।২০১৭ সালে যখন আইন করে মহাসড়কে এসব যান চলাচল নিষিদ্ধ করা হয়েছিল তখন এই সংখ্যা ছিল বর্তমানের চেয়েও তুলনামূলক কম।
আইন করার পর হাইকোর্টও এক আদেশে এসব যান চলাচল নিষিদ্ধ ঘোষণা করে পুলিশকে কিছু নির্দেশনা দিয়েছিলেন। কিন্তু কোনো নিষেধাজ্ঞাই কার্যকর হয়নি। সিন্ডিকেটের কারণে বরাবরই ভেস্তে গেছে সরকারের উদ্যোগ।
রাজধানীর উত্তরায় আজমপুর এলাকার চিত্র সেক্ষেত্রে বর্তমানে আলাদা। একানকার পুলিশ ফাড়ি ইনচার্জ এস আই (নিঃ) মোঃ ইসরাইল হোসেন এর নেতৃত্বে অটোরিক্সা ও ব্যাটারী চালিত রিক্সার চলাচল বন্ধ করেছেন। তিনি বলেন মহাসড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী আমার ফাড়ী অবিচল কাজ করছে, আমার এরিয়াতে অটোরিক্সা চলাচল বন্ধ করেছি এবং রাস্তায় ফুটপাতে উচ্ছেদ কাজ অব্যাহত আছে।