বিবিসিনিউজ২৪,ডেস্কঃ গত ৮ জানুয়ারি শুক্রবার জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে প্রহর সাংস্কৃতিক অঙ্গন এর শুভারম্ভ “আমরা চলি সমুখ পানে ” অনুষ্ঠিত হয়। উদ্বোধক মাননীয় শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল প্রদীপ প্রজ্জ্বলন করে অনুষ্ঠান উদ্বোধন করেন।
আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট কবি এবং সাংবাদিক ওমর কায়সার, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, বাংলাদেশ আবৃত্তি শিল্পী সংসদ এর যুগ্ম সচিব ফারুক তাহের, বেসরকারি কারা পরিদর্শক আজিজুর রহমান আজিজ, এবং সভাপতি বাসব শীল।
যাত্রা লগ্নে আরো শুভেচ্ছা জানিয়েছেন কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন, আবৃত্তি শিল্পী মিলি চৌধুরী, প্রণব চৌধুরী, কবি জিন্নাহ চৌধুরী, আবৃত্তি শিল্পী মুজাহিদুল ইসলাম।
উদ্বোধনী সঙ্গীত,নৃত্য পরিবেশনা, শিশুদের বৃন্দ আবৃত্তি দিয়ে অনুষ্ঠান সম্পন্ন হয়।অনুষ্ঠানটি সহযোগীতা করেন ভারতীয় সহকারী হাই কমিশন।অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বর্ষা চৌধুরী এবং স্বাগত বক্তব্য দেন সাংগঠনিক সম্পাদক অনন্যা দাশ।
অনুষ্ঠানটি উৎসর্গ করা হয় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মরণে এবং শ্রদ্ধান্জলী দেয়া হয় প্রয়াত নগর পিতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর স্মৃতির উদ্দেশ্যে। মাননীয় মন্ত্রীমহোদয় নিজ হাতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান