আনিসুর রহমান, ধোবাউড়াঃ আজ ১০ জানুয়ারি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস। দীর্ঘ ৯ মাস ১৪ দিন পাকিস্তানের কারাগারে বন্দিজীবনশেষে ১৯৭২ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান স্বাধীন-সার্বভৌম বাংলাদেশে প্রত্যাবর্তন করেন। বাঙালী জাতি সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জিত হলেও বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই বিজয়ের পূর্ণতা ঘটে। আজকের এই স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতিতে রবিবার সকাল ৮ টায় পুষ্পমাল্য অর্পণ করেন ধোবাউড়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, যুগ্ম সম্পাদক অধ্যক্ষ হেলাল উদ্দিন প্রমুখ