বিবেক বড়ুয়া দক্ষিণ কোরিয়া: দক্ষিণ কোরিয়ার খিয়ংগীদো প্রদেশের খিম্ফু শহরের থেগুত সাগরি এলাকায় গাড়ির সিট তৈরির একটি কোম্পানিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ রবিবার দুপুর ১ টা নাগাদ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং নিমিষেই তা পুরো কোম্পানিতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট আধাঘন্টা সংগ্রাম করে আগুন নিয়ন্ত্রণে আনতে পারলেও ততক্ষণে কোম্পানিটির যন্ত্রাংশ সহ সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত কোনো হতাহত বা মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। আজ রবিবার বন্ধের দিন হওয়াতে কোনো হতাহত হয়নি বলে জানা গেছে।
এই কোম্পানিটিতে Mk Khoka ভাই সহ বাংলাদেশি ৭ জন নাগরিক কর্মরত রয়েছেন এবং সবাই এই মুহূর্তে নিরাপদে আছেন।
দমকল বাহিনীর প্রধানের তথ্যমতে উক্ত কোম্পানীর কম্প্রেসার বিস্ফোরণের কারণেই এই দুর্ঘটনার সৃষ্টি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে।