কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের ফুলবাড়ীতে পুলিশ অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় চার জুয়াড়ী এবং ১২ পিস ইয়াবাসহ এক ওয়ারেন্টভুক্ত মাদক ব্যাবসায়ীকে আটক করেছে।
পুলিশ সুত্রে জানাগেছে, শনিবার সন্ধ্যায় উপজেলার বিলুপ্ত ছিটমহল দাসিয়ারছড়ার টনকার মোড় এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী ও হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি আশরাফুল হকের (৪৭) বাড়ীতে অভিযান চালায় ফুলবাড়ী থানা পুলিশ।এ সময় তার বাড়ীর পার্শবর্তী সুপারী বাগান থেকে ১২ পিস ইয়াবা ও একটি স্মার্ট ফোনসহ তাকে আটক করা হয়।
আটকৃত আশরাফুল হক ছিট চন্দ্রখানা বানিয়াটারী গ্রামের আফজালুল হকের ছেলে।
এ ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজীব কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ,কুড়িগ্রাম এর অভিযান অব্যাহত রয়েছে।