বিবিসিনিউজ২৪,ডেস্কঃআসন্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নির্বাচনে ১০নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী ও চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা মনোয়ার উল আলম চৌধুরী নোবেল এর লাটিম মার্কার পক্ষে ৪টি মহল্লায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
৮ জানুয়ারি রোববার বিকেল ৪ টা থেকে রাত ৯ টায় এই উঠোন বৈঠকের আয়োজন করে ভোটার ও সমর্থকরা। প্রতিটি উঠান বৈঠকে দলীয় নেতাকর্মী-সমর্থক ছাড়াও দল-মত নির্বিশেষে এলাকার পুরুষ ভোটারা স্বতঃফুতভাবে অংশগ্রহণ করেন।
এসময় ভোটাররা ১০ নং ওয়ার্ডের মাদক মুক্ত,বেকার সমস্যা দূরীকরণ এবং উত্তর কাট্টলীর উন্নয়নের ধারাবাহিতা অব্যহত রাখতে আগামী ২৭ জানুয়ারি কাউন্সিলর পদপ্রার্থী মনোয়ার উল আলম চৌধুরী নোবেল কে লাটিম মার্কায় ভোট দেয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।
১০নং ওয়ার্ডের কাউন্সিল পদপ্রার্থী মনোয়ার উল আলম চৌধুরী নোবেল উঠোন বৈঠকে বলেন,চট্টগ্রাম সিটি কর্পোরেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ১০নং ওয়ার্ড। এই ওয়ার্ডে রয়েছে অনেক শিল্প কলকারখানা।
আরো রয়েছে উপকুলীয় বেড়িবাঁধ যেখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠার অপার সম্ভাবনা রয়েছে। আমি যদি মহান আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় নির্বাচিত হয়,তাহলে আমি কথা দিলাম এই উত্তর কাট্টলীকে মাদক মুক্ত, বেকার দূরীকরণ, শিক্ষার মান উন্নয়ন, সৌন্দর্যবর্ধন,আইটি সেক্টর উন্নয়ন, পর্যটনকেন্দ্রময় একটি পরিপুর্ণ ডিজিটাল ওয়ার্ড এ রুপান্তরিত করব ইনশাআল্লাহ।
উঠোন বৈঠকের স্থানগুলো হল ঃ ছোট কালি বাড়ি,জ্বালা কুমারী বাড়ি,মাওলানা তমিজুর রহমান বাড়ি ও মজুমদার বাড়ী।