মোরশেদুল হাসান লালু কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের উলিপুরে আসন্ন পৌরসভা নির্বাচনে নৌকা মার্কার প্রার্থীকে জয় করার লক্ষে শনিবার সকালে এম এ মতিন কারিগরি ও কৃষি কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় কুড়িগ্রাম জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান এবং সাবেক এমপি আলহাজ্ব মোঃজাফর আলী,কুড়িগ্রাম ৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক এম এ মতিন,জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আমান উদ্দিন আহমেদ মঞ্জু, জেলা আওয়ামীলীগের নেতা সাঈদ হাসান লোবান, উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু,প্রমুখ উপস্তিত ছিলেন।
সভাপতিত্ব করেন উলিপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব কবির হোসেন সরকার ।