অনলাইন ডেস্কঃ ফ্রান্স থেকে আসা ৮৫ কোটি টাকা মূল্যের সাপের বিষসহ চোরাচালন চক্রের ৫ সদস্যের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ শনিবার ঢাকা মহানগর হাকিম সাদবীর ইয়াছির আহসান চৌধুরী শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন।
রিমান্ডে যাওয়া আসামিরা হলেন-শফিকুল ইসলাম, মো. দুলাল, জহুরুল হক, সজিবর রহমান এবং মোকলেছুর রহমান।
মামলার তদন্ত কর্মকর্তা রামপুরা থানার পুলিশ পরিদর্শক (নি:) আসামিদের আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ড আবেদন করেন। রিমান্ড আবেদনে বলা হয়, আসামিরা সংঘবদ্ধভাবে সাপের বিষ চোরাচালান চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে বিদেশ থেকে অবৈধভাবে চোরাচালানের মাধ্যমে সাপের বিষয় বাংলাদেশে এনে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রয় করে আসছে মর্মে স্বীকার করেছে। স্বল্প সময়ের কারণে আসামিদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।
আসামিরা কোথা থেকে, কীভাবে মালামাল সংগ্রহ করে এবং কাদের নিকট বিক্রি করে তা অনুসন্ধান করে তাদের সহযোগীদের পূর্ণাঙ্গ নাম-ঠিকানা সংগ্রহ করাসহ গ্রেপ্তারের লক্ষ্যে আসামিদের নিয়ে অভিযান পরিচালনার জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুরের প্রার্থণা করেন তদন্ত কর্মকর্তা।
আসামিদের পক্ষে ফারুক আহাম্মদসহ কয়েকজন আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করা হয়।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে প্রত্যেকের তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত শুক্রবার সকালে রাজধানীর রামপুরা থেকে তাদের গ্রেপ্তার করে র্যাব-১২। এসময় কাচের জারে সংরক্ষিত অবস্থায় ১২ পাউন্ড (কাঠের বক্সের ভেতর ৬টি কাচের জার) সাপের বিষ জব্দ করা হয়। এছাড়াও তাদের কাছে থাকা সাপের বিষ সংক্রান্ত সিডি এবং সাপের বিষের ম্যনুয়াল বই জব্দ করা হয়। সাপের বিষগুলোর আনুমানিক মূল্য ৮৫ কোটি টাকা।
এ ঘটনায় র্যাব-১২ এর ডিএডি মো. শরীফুল ইসলাম বাদী হয়ে রামপুরা থানায় মামলাটি দায়ের করেন।