রাঙ্গামাটি প্রতিনিধিঃ আজ শুক্রবার ৮ই জানুয়ারী সকল প্রানীর হিতসুখ বিশ্ব শান্তি সমৃদ্ধি মঙ্গল কামনায় ঐতিহ্যবাহী রাজবন বিহারে মহান আর্য্যপুরুষ পরি নির্বাপিত শ্রীমৎ সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০২তম জন্মদিবস পালিত হয় । এ উপলক্ষ্যে দূর-দূরান্ত থেকে রাজবন বিহারে আসা বহু পূণ্যার্তীর সমাগম ঘটেছে।
ভোর ৬টায় কেক কাটার মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে সকাল সাড়ে ৮টায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে পরম পূজ্য বনভান্তের ১০২তম জন্মদিবস অনুষ্ঠানের উদ্বোধন করেন বনভান্তের শিষ্যসংঘের প্রধান ও রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির। এরপর ধর্মীয় সংগীত পরিবেশন করেন শিল্পী দীপ্ত দেওয়ান, তিশা দেওয়ান, তারা চাকমা ও কোয়েল চাকমা। পূণ্যার্থীদের উদ্দেশ্যে ত্রিশরণসহ পঞ্চশীল প্রার্থনা পাঠ করেন ৬নং বালুখালী ইউপি চেয়্যারম্যান বিজয়গিরি চাকমা।
বনভান্তের ১০২তম জন্মদিবস উপলক্ষে বুদ্ধমূর্তি দান, সংঘদান অষ্টপরিষ্কার দান, হাজার প্রদীপ দান, বুদ্ধপূজা, সীবলী পূজা, উপগুপ্ত বুদ্ধ পুজা, শ্রদ্ধেয় বনভান্তের পূজা, বিশ্বশান্তি প্যাগোডার উদ্দেশ্যে দান, কল্পতরু দান, পিন্ড দানসহ নানাবিধ দান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়্যারম্যান অংসুইপ্রু চৌধুরী । অনুষ্ঠানে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়্যারম্যান বৃষকেতু চাকমা বক্তব্য রাখেন। বিশ্বশান্তি মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনা পাঠ করেন রাজবন বিহার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমিয় খীসা। স্বাগত বক্তব্য রাখেন রাজবন বিহারের উপাসক-উপাসিকা কার্যনির্বাহী পরিষদের সভাপতি গৌতম দেওয়ান।
সকল প্রাণীর মঙ্গল কামনায় ধর্মদেশনা করেন পরম পূজ্য বনভান্তের শিষ্যসংঘের প্রধান ও রাজবন বিহারের আবাসিক প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মধু চন্দ্র চাকমা।