কামরুল হাসানঃ চট্টগ্রাম জেলাকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হক পিপিএম এর নির্দেশনা অনুযায়ী মীরসরাই থানা এলাকায় মাদক বিরোধী নিয়মিত অভিযান পরিচালিত হয়।
মীরসরাই থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ এই অভিযানে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ লক্ষণ দাশ নামে এক মাদক ব্যাবসায়ীকে মীরসরাই থানা এলাকার মিঠানালা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ এলাকা থেকে আটক করে পুলিশ।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ(ওসি)মজিবুর রহমান পিপিএম এর সার্বিক তত্ত্বাবধানে এসআই রাজিব পোদ্দার এর নেতৃত্বে এসআই মাকসুদ,এসআই মাসুম সহ অন্যান্য ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ১০নং মিঠানালা ইউনিয়নের পূর্ব মলিয়াইশ এলাকায় অভিযান পরিচালনা করে ১ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ লক্ষণ দাশ নামে এই মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
মাদক সম্পর্কে মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান পিপিএম বলেন,মাদক নির্মূলে মিরসরাই থানা পুলিশ বদ্ধপরিকর মাদকের ব্যাপারে মীরসরাই থানা পুলিশ সম্পূর্ণ জিরো টলারেন্স।চট্টগ্রাম জেলাকে সম্পূর্ণ মাদক মুক্ত রাখার জন্য জেলা পুলিশ সুপার স্যারের নির্দেশনা মোতাবেক মীরসরাই থানা এলাকায় নিয়মিত মাদক বিরোধী চলমান অভিযান আরো জোরদার করা হবে।মাদক ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত উভয়কে আইনের আওতায় নিয়ে আসা হবে।মাদকের ব্যাপারে কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
তিনি আরো বলেন,আটককৃত ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হইয়াছে।