কামরুল হাসানঃ মীরসরাই থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।মীরসরাই উপজেলার সদর ইউনিয়নের তালবাড়িয়া ষ্টেশন এলাকা থেকে চোরাইকৃত মোটরসাইকেল ZAARA অভিযানে উদ্ধার করেছে পুলিশ।
মীরসরাই থানার অফিসার ইনচার্জ(ওসি)মজিবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই রাজিব পোদ্দারের নেতৃত্বে এসআই রাজিব তালোকদার সহ অন্যান্য ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে ৯ নং মীরসরাই সদর ইউনিয়নের তালবাড়িয়া ষ্টেশন এলাকা থেকে চোরাইকৃত মোটরসাইকেল ZAARA(মামলা নংঃ ০১)অভিযানে উদ্ধার করেছে পুলিশ।মামলার আসামী দুষ্কৃতিকারী ৩ জনই পলাতক রয়েছে বলে জানায় পুলিশ।
মীরসরাই থানার ওসি মোঃমজিবুর রহমান পিপিএম জানান,মোটর সাইকেলটি চুরির পর থানায় মামলা হয়।মামলার পর মোটর সাইকেলটি উদ্ধার করার জন্যে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে এবং আসামীদের গ্রেফতার করার জন্যে জোর তৎপরতা চালায় পুলিশ।অবশেষে অভিযানের ফলে চোরাইকৃত মোটর সাইকেলটি উদ্ধার করে মীরসরাই থানা পুলিশ।তিনি আরো জানান,মামলার আসামী দুষ্কৃতিকারীদের গ্রেফতার করার জন্যে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।