এজি কায়কোবাদ,বিশেষ প্রতিনিধিঃ মানব পাচার মামলার মূল আসামী গ্রেফতার এবং মামলার রহস্য উদঘাটন করেছে পিবিআই গাজীপুর জেলা
গত ২৫/০৪/২০১৯ তারিখ গাজীপুর মহানগর টঙ্গী পূর্ব থানাধীন চেরাগআলী কাঁচা বাজার সংলগ্ন নিউ গোল্ডেন আবাসিক হোটেলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উঠতি বয়সী মেয়েদের ভাল চাকুরীর প্রলোভন দেখিয়ে অনৈতিক কাজ করতে বাধ্য করার ঘটনায় টঙ্গী পূর্ব থানা পুলিশ হোটেল ষ্টাফ ডালিম সহ ০৩ জন ছেলেকে গ্রেফতার করে এবং ০২ জন মেয়েকে উদ্ধার করে।
পরবর্তীতে টঙ্গী পূর্ব থানার এসআই (নিঃ) শুভ মন্ডল বাদী হয়ে এজাহার দায়ের
করলে টংগী পূর্ব থানার মামলা নং-৬৯ তারিখ-২৫/০৪/২০১৯ ইং ধারা-মানব পাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ এর
১২(১)/১৩ রুজু হয়।
থানা পুলিশ মামলাটি তদন্ত শেষে বিজ্ঞ আদালতে অভিযোগ দাখিল করে। বিজ্ঞ আদালত হোটেল মালিকসহ ঘটনার মূল হোতাদের চিহ্নিত না করে অভিযোগপত্র দাখিল করায় মামলাটি পুনরায় পিবিআই, গাজীপুর জেলাকে তদন্তভার অর্পণ করে।
পিবিআই তদন্তকারী কর্মকর্তা এসআই (নিঃ)/ মোঃ সজিবুল হাসান, অত্র মামলার সাথে
সম্পৃক্ত মানব পাচারের সাথে জড়িত চক্রের মূলহোতা এবং নিউ গোল্ডেন আবাসিক হোটেলের মালিকদের চিহ্নিত করার
বিষয় নিয়ে তদন্ত শুরু করে।
তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্তকালে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নিউ গোল্ডেন আবাসিক হোটেলের মালিক পলাতক আসামী মোঃ জালাল (৩৬) কে গত ০৬/০১/২০২১ তারিখ রাত ২০.৪৫ ঘটিকায় টঙ্গী পশ্চিম থানাধীন বাটার গেট থেকে গ্রেফতার পূর্বক পিবিআই, গাজীপুর জেলা কার্যালয়ে হাজির করা হয়।
গ্রেফতারকৃত আসামী মোঃ জালাল মামলার ঘটনার বিষয়ে প্রদত্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে নিজেকে জড়িয়ে স্বেচ্ছায় বিজ্ঞ আদালতে ফৌঃকাঃবিঃ এর ১৬৪ ধারা মোতাবেক গত ০৭/০১/২০২১ তারিখ স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করে নিজেকে সহ জড়িত সকলের ভূমিকা বর্ননা করে।
আসামী জানায়, সে এবং তার হোটেলের ষ্টাফগণ দেশের বিভিন্ন স্থান হতে মেয়েদের প্রলোভন দেখিয়ে হোটেলে নিয়ে আসতো এবং অনৈতিক কাজ করাতো।
ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে জানায় পিবিআই গাজীপুর।