অনলাইন ডেস্কঃ সামাজিক সংগঠন, ‘ টিম কাট্টলী ‘ আয়োজিত শীতবস্ত্র বিতরন ও ভোলান্টিয়ার ব্যাডমিন্টন ফেস্ট এর উদ্বোধনী করা হয়েছে।
অদ্য ৬ জানুয়ারি রাত ৯ টায় ডেস্কঃসামাজিক সংগঠন, ‘ টিম কাট্টলী ‘ আয়োজিত শীতবস্ত্র বিতরন ও ভোলান্টিয়ার ব্যাডমিন্টন ফেস্ট এর উদ্বোধনী করা হয়।
সামাজিক সংগঠন, ‘ টিম কাট্টলী ‘ আয়োজিত শীতবস্ত্র বিতরন ও ভোলান্টিয়ার ব্যাডমিন্টন ফেস্ট এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জনাব নুর উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজ এর কমিনিউটি মেডিসিন এর বিভাগীয় প্রধান ডাঃ মুকেশ কুমার দত্ত, শ্রেষ্ঠ সামাজিক সংগঠক অদিতী সংগীত এর পরিচালক টুন্টু দাশ বিজয়, প্রথম আলোর আলোকচিত্রী জুয়েল শীল,।
খ্যাতিমান যুব সংগঠক মিজানুর রহমান জনি, বিশিষ্ট সামাজিক সংগঠক চিন্ময় দত্ত, কাট্টলী ইয়ুথ কাউন্সিল এর প্রধান ইরফান রনি সহ স্থানীয় ব্যাক্তিবর্গ টিম কাট্টলীর ফাউন্ডার মেম্বার জামিয়ুল ইসলাম মামুনের সঞ্চালনায় উক্ত অনুস্টান পরিচালিত হয়