গাজীপুর প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুজ্জামান খান কে শ্রীপুর মডেল থানার পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।শ্রীপুর থানার ইন্সপেক্টর( তদন্ত) দায়িত্বে ছিলেন মনিরুজ্জামান।৮ মাস শ্রীপুর থানায় নিষ্ঠার সাথে দ্বায়িত্ব পালন করেছেন তিনি। তাকে শ্রীপুর থানা থেকে জয়দেবপুর থানায় পদায়ন করায় শ্রীপুর থানার পক্ষ থেকে বৃহস্পতিবার বেলা ১১ টায় শ্রীপুর থানা থেকে বিদায় সংবর্ধনা দেয়া হয়।অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট দিয়ে বিদায়ী পুলিশ কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে।
সংবর্ধা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার কালিয়াকৈর সার্কেল আল মামুন,ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার ইমাম হোসেন, পরিদর্শক (অপারেশন)গোলাম সারোয়ার সহ থানার কর্মকর্তা ও কর্মচারীগণ।
তিনি ২০১৮ ও ২০১৯ সালে গাজীপুরের কাপাসিয়া এবং ২০২০ সালে কালিয়াকৈরে কর্মরত থাকা অবস্থায় পরপর তিনবার ঢাকা রেঞ্জের সেরা তদন্তকারী কর্মকর্তা হিসেবে নির্বাচিত হন এবং পুরস্কার সহ পদক লাভ করেন।