মোঃএনামুল হক,স্টাফ রিপোর্টারঃ শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)মোঃ আমিনুল ইসলাম তার ফেসবুক আইডি Sadar Circle Sherpur থেকে শেরপুর বাসীর প্রতি তার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ করতে খোলা চিঠি প্রকাশ করেছেন।নিন্মে তা দেওয়া হলঃ
প্রিয় শেরপুর বাসী,
৩ বছর ১০ মাস অতিরিক্ত পুলিশ সুপার ,সদর সার্কেল , শেরপুর হিসেবে দায়িত্ব পালন করেছি।আমার পরবর্তী পোস্টিংস্থল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ।দায়িত্ব পালনকালে চেষ্টা করেছি কর্তৃপক্ষের নির্দেশনা প্রতিপালনসহ শেরপুর সদর ও নকলা থানা অঞ্চলের সকল শ্রেণী – পেশার মানুষের সঙ্গে সুসম্পর্ক রেখে সেবা প্রত্যাশী প্রত্যেকে যথাযথ সম্মান , মর্যাদা ও ভালোবাসা দিয়ে সেবা দেওয়ার।কৃতজ্ঞতা প্রকাশ করছি এ অঞ্চলের সকল জনগণ, আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সকল অফিসার ফোর্সদের প্রতি কারণ- দায়িত্বপালনকালে সকলেই সার্বিক সাহায্য সহযোগিতা করেছেন । আমার দায়িত্ব পালনকালে সার্বিকভাবে সহযোগিতার জন্য শেরপুরের সকল শ্রেণীপেশার মানুষ, জনপ্রতিনিধি, সরকারী বেসরকারী কর্মকর্তা-কর্মচারী, মিডিয়া কর্মী ও সহকর্মীসহ সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। পেশাগত দায়িত্ব পালনকালে কারো মনোকষ্টের কারন হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। আমি আপনাদের সকলকে খুব মিস করব। সকলেই আমার এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন।
শুভেচ্ছান্তে,
মোঃ আমিনুল ইসলাম
অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল,শেরপুর।
শেরপুর বাসীর পক্ষ থেকে আমি মোঃএনামুল হক স্যারকে বিদায়ের শুভেচ্ছা জানাচ্ছি।যেখানে থাকবেন মহান আল্লাহ্ কাছে দোয়া রইল ভালো থাকবেন।