মোঃএনামুল হক,স্টাফ রিপোর্টারঃ শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ আমিনুল ইসলামকে বদলি জনিত কারনে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।
৬ জানুয়ারি শেরপুর পুলিশ সুপারের কার্যালয়ে এ বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেরপুরের পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ বিল্লাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মাহমুদুল হাসান ফেরদৌস, সহকারি পুলিশ সুপার (নালিতাবাড়ী সার্কেল) মোঃ জাহাঙ্গীর আলম, জেলা গোয়েন্দা শাখার ডিবির (ওসি) মোহাম্মদ রহুল আমিন তালুকদার, ডিআইও-১ মোহাম্মদ আবুল বাশার মিয়া, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) বছির আহম্মেদ বাদল, শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোখলেছুর রহমান, নকলা থানার অফিসার ইনচার্জ মুশফিকুর রহমান,টিআই সদর, জাহাঙ্গীর আলম ও সদর থানার (ওসি তদন্ত) মনিরুল আলম ভূঁইয়াসহ জেলা পুলিশের কর্মকর্তা-কর্মচারীগণ।
প্রায় সাড়ে তিন বছরেরও বেশি অত্যন্ত সততা, নিষ্ঠা ও সাহসীকতার সাথে শেরপুর জেলার সদর সার্কেল হিসেবে সদর ও নকলা এলাকার দায়িত্বে অত্যন্ত সুনামের সহিত চাকরি করেছেন।
শেরপুর জেলা পুলিশসহ শেরপুর বাসী উনার উত্তরোত্তর সাফল্য কামনা করছেন।