ডেস্ক রিপোর্টঃ বাকেরগঞ্জের ভরপাশা ইউনিয়ন এর ০৫ নং ওয়ার্ড এর দুধলমৌ গোমস্তা বাড়ি নামক স্থানে হতদরিদ্র কৃষক নিকুঞ্জ মিস্ত্রিরির একটি গরুর পায়ের রগ নির্মম ভাবে কেটে দিয়েছে দুর্বৃত্তরা।
ঘটনানার প্রতক্ষ্যদর্শী গরুর মালিক নিকুঞ্জ মিস্ত্রির স্ত্রী প্রফুল্ল রানী জানান, আমি মাঠে গরু আনতে গেলে ৬ নং ওয়ার্ড এর মৃত সাহজাহান হাওলাদার এর ছেলে মোঃ খোকন হাওলাদার রক্তাক্ত অবস্থায় আমার আহত গরুটিকে নিয়ে টানাটাহ্যাচরা করছে।
আমি জিজ্ঞেস করলে আমার সাথে গরুর রগ কাটার বিষয়ে কিছু না জনার ভান করে।এবং সে দ্রুত স্থান ত্যাগ করে।
গরুর মালিক নিকুঞ্জ মিস্তি জানান প্রায়ই গরু ছাগল মাঠে গেলে অভিযুক্ত খোকন বিভিন্ন কৃষকের গরু ছাগল কে পিটিয়ে রক্তাক্ত করে, এমনকি গরু,ছাগলের গায়ে কাদা লাগিয়ে দেয় এবং অকথ্য ভাষায় গালিগালাজ করা সহ গরু জবাই করে ফেলার হুমকি ধামকি দেয়।
তিনি আরো জানান গত ৪-৫ দিন আগে স্থানীয় আঃ লতিফ খান এর একটি গরুর পায়ের রগ কর্তন করা পাওয়া গেছে। তবে কে বা কারা কেটেছে তা কেউ দেখেনি।
সাবেক সহকারী শিক্ষক বিনদ চন্দ্র গোমস্তা জানান, স্থানীয়দের গরু ছাগল মাঠে গেলে প্রায়ই এমন অন্যায় ভাবে এই বোবা প্রাণীদের উপর নির্মম অত্যাচার করা হয়।
এই দরিদ্র কৃষকের গরুকে যেভাবে পায়ের রগ কেটে দিয়েছে তাতে মনে হয় দেশে আইনের শাসন নেই।তিনি এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।এদিকে
মুঠোফোন অভিযুক্ত খোকন এর সাথে কথা বলে বিষয়টি জানতে চাইলে তিনি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।