বিশেষ প্রতিনিধি নারায়ণগঞ্জঃ রূপগঞ্জ মাসাব ৩ নং ওয়ার্ড সাবেক কাউন্সিলর মোঃ আরজু মিয়া আসন্ন তারাব পৌরসভা নির্বাচন কে সামনে রেখে টেবিল মার্কা প্রতীক নিয়ে মাঠে জোরালোভাবে লড়ে যাচ্ছেন। নিজের আর্থিক সামর্থ্য নেই , এলাকার জনগণের সমর্থনের জন প্রিয়তায় মাঠ কাঁপাচ্ছেন মনে অনেক স্বপ্ন নিয়ে এলাকার উন্নয়নের শপথ নিয়ে নির্বাচনের জন্য জয়ের লক্ষ্যে জন সমর্থনে এগিয়ে রয়েছেন। জনগণের সেবায় অঙ্গীকার বদ্ধ সকলের দোয়া ও ভালোবাসায় এবারে কাউন্সিলর পদপার্থী।
(ভোট হবে ১৬ জানুয়ারি জমে উঠেছে মাসাব ৩ নং ওয়ার্ড বেপকভাবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছে নির্বাচন কেন্টিগেট আরজু মিয়া। বেপকভাবে সারা ফেলে এক ভিন্ন রকম চমক দেখিয়ে যাচ্ছে সাবেক কাউন্সিলর আরজু মিয়া জন প্রিয়তা আর জনগণের ভালোবাসা তার এক মহা শক্তি। তার পিছনে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই মহান সৃষ্টিকর্তার ইশারায় এলাকাবাসী ও সাধারণ জনগণ তাদের নিজ খরচে তাকে সহযোগিতার হাত বাড়িয়ে এলাকাবাসী সবাই একত্রিত হয়ে এক শক্তি হয়ে আরজু মিয়া কে সাপোর্ট করে যাচ্ছে। তাদের এবারের আশা প্রত্যাশা পূরণ করার লক্ষ্যে নেতা হিসেবে জনপ্রতিনিধি হিসেবে জনগণের সেবক হিসেবে জনাব আরজু মিয়াকেই চায় বলে জানিয়েছেন BBC News 24.com BD বিশেষ প্রতিনিধি সাহাদাৎ হোসেন শাহিন কে। আরজু মিয়া বলেন। আমি কোনো হুমকি দামকি আর কারো রক্ত চক্ষুকে ভয় পাইনা আমি একজন সাধারণ খেটে খাওয়া মানুষ। আমাকে ষড়যন্ত্র করে আর হামলা অপমান অপদস্থ করে কেউ গায়েল করতে পারবেনা আমি মহান সৃষ্টিকর্তার হুকুমে আমি অধম এবারে কাউন্সিলর পদপার্থী। জনগণ আমার পাশে আছে আমার তেমন অর্থ সম্পদ নেই। জনগণ আমাকে ভালোবেসে আমার পাশে রয়েছে আমি কাউকে ভয় পাই না এবার আমি জয় হবো ইনশাআল্লাহ।
সকলের দোয়া ও ভালোবাসা একান্ত কাম্য।