ডেস্ক রিপোর্টঃ গতকাল ৫ই জানুুুুুয়ারী নগরীর জোড়াগেট সি এন্ড বি কলোনী মোড়ে নিজস্ব কার্যালয়ে মানবিক খুলনার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেককাটা ও অসহায় দুস্থদের মাঝে শীত বস্র বিতরন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা মহানগর আওয়মীলীগের সাধারন সম্পাদক সাবেক ছাত্রনেতা এম ডি এ বাবুল রানা সভায় সভাপতিত্ব করেন মোঃ রাজ্জাক হোসেন,অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ নেতা ,এডঃ খন্দকার মুজিবুর রহমান,শেখ মোঃ আনোয়রা হোসেন,মুন্সি মাহবুব আলম সোহাগ,তসলিম আহম্মেদ আশা,কাউন্সিলর আনিসুর রহমান বিশ্বাস,শেখ আবিদউল্লাহ,মহানগর যুবলীগের আহ্ববায়ক শফিকুর রহমান পলাশ,মোঃ রুহুল আমীন খান, লকপুর গ্রুপের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর কাওসার পারভেজ,রোজী ইসলাম নদী,আশরাফ আলী হাওলাদার শিপন,হালিম চৌধুরী রানা,তালুকদার আরজু শামীম,ইব্রাহিম হোসাইন আরজু,আসাদুজ্জামান জয়, মোঃ আসিফ মাহমুদ,অলিমা জাহান মিম্মা,সামসেদ মোল্লা,সৈকত হাসান,নাজিউর রহমান সম্রাট,রায়হান তামিম,ফাতেমা আফরোজ,নুসরাত নেয়না,লিজা,দিদার খান,টি এইচ জয় প্রমুখ।