ধোবাউড়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় অভিনব কায়দায় প্রাইভেটকার করে বিক্রির উদ্দেশ্যে গাঁজা বহন করার সময় প্রাইভেটকার ও ড্রাইভার সহ তিনজনকে আটক করেছে ধোবাউড়া থানা পুলিশ। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানা অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদের নির্দেশে, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ চাঁদ মিয়ার নেতৃত্বে এস আই সাইকুল ইসলাম সংগীয় ফোর্সের বিশেষ অভিযানে মঙ্গলবার (৫ জানুয়ারি) বিকেল ৩ টা ২৫ মিনিটে তারাইকান্দি উত্তরপাড়া নামক এলাকা থেকে ব্রাহ্মনবাড়িয়া থেকে আসা একটি প্রাইভেটকার কে আটক করে ধোবাউড়া থানা পুলিশ। পারে পুলিশ গাড়ীতে তল্লাশি করে গাড়ীর অতিরিক্ত চাকার ভিতর থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় ব্যবহৃত প্রাইভেটকার ও ড্রাইভার সহ তিন জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন, কৃষ্ণপুর গ্রামের মৃত জাহের আলীর ছেলে আবুল কাশেম(৪২), দেবাল গ্রামের রইছ উদ্দিনের ছেলে আসাদ রইছ(২৩) ও একই গ্রামের হাসিম উদ্দিনের ছেলে ফরজুল ইসলাম ফজলু(২৯)। এবং গাঁজা ব্যবসায় ব্যবহৃত আটককৃত প্রাইভেটকারটির রেজি নং- ঢাকা মেট্রো -গ ৩১-৩৯৯৮। আটক কৃত দেরকে বুধবার (৬ জানুয়ারি) ১১টায় ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।