মোঃ মাহাবুবুল ইসলাম,বাঘাইছড়ি রাঙ্গামাটি প্রতিনিধিঃ রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায়,৩১ নং খেদারমারা ইউনিয়নের পশ্চিম খোদারমারা এলাকায় তারুম চাকমা নামে এক স্কুল ছাত্র পানিতে ডুবে মারা গেছে। নিহত কিশোর খেদারমারা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র। নিহতের পিতা আশাপ্রিয় চাকমা খেদারমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।
স্হানীয় লোকজন জানায়,আজ বিকাল (৫ জানুয়ারি) ৩.৫০ এর দিকে সহপাঠীদের সাথে খেলা করার সময় পুকুরে পরে ডুবে যায় তারুম।
পরে তার সহপাঠীরা গ্রামের লোকজনকে বললে সকলের সহযোগিতায় খোজাখুজি করে বের করে বিকাল ৫.৩০ মিনিটের সময় উপজেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এদিকে তারুম চাকমার অকাল মৃত্যুতে তার পরিবারে ও গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। তার মৃত্যুতে খেদারমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও খেদারমারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকগণ সহ তার সহপাঠীরা গভীর শোক প্রকাশ করেন।