মাহমুদুল হাসান,পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জ উপজেলার বড়আলমপুর ইউনিয়নের হোসেনপুর গ্রামের আজিজুল হক মিস্টার নামে একজনের
রহস্যজনক মৃত্যু হয়েছে । মঙ্গলবার ভোরে তার বাড়ীর অনতিদুরে রাস্তা থেকে পুলিশ আজিজুলের মরদেহ উদ্ধার
করে ।
পীরগঞ্জ থানা পুলিশ ও পারিবারিক সুত্রে জানা গেছে, উক্ত গ্রামের মৃত্যু গোলজার হোসেনের পুত্র
আজিজুর রহমান (৫০) সোমবার রংপুর জজ কোর্টে পেশাগত দায়িত্ব শেষে সন্ধার পুর্বে বাড়ী ফিরে ।
সন্ধার পর রাতের খাবার শেষে কাঞ্চনের বাজারে যায় । সে রাতে আর বাড়ী ফিরেনি । মঙ্গলবার আজিজুর
রহমানের বাড়ীর অনতিদুরে রাস্তায় তার মরদেহ দৃশ্যমান হলে ঘটনাটি পীরগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়
। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আজিজুল হক মিস্টার মহুরির মরদেহ উদ্ধার করে ।
রংপুরের সহকারী পুলিশ সুপার কামরুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, মৃত্যুর কারন এখনই বলা যাচ্ছে
না ,তবে ময়না তদন্ত সম্পন্ন হলে মৃত্যুর কারন জানা যাবে । একই মন্তব্য করেন পীরগঞ্জ থানার অফিসার
ইনচার্জ সরেস চন্দ্র । মরদেহ ময়না তদন্তের জন্য থানায় নিয়ে আসা হয়েছে এবং মামলার প্রন্তুতি চলছে ।