নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী জেলা ছাত্রলীগের উদ্যোগে বাংলাদেশ ছাত্রলীগের গৌরব-ঐতিহ্য-সংগ্রাম ও সাফল্যের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।গতকাল
সোমবার বেলা ৪ টায় শান্তির প্রতিক পায়রা উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কার্যক্রম শুরু করেন নরসিংদী জেলা ছাত্রলীগ নেতা রিমন।তারপর তিনি জেলা ছাত্রলীগের অন্তর্গত বিভিন্ন ইউনিট থেকে আগত নেতাকর্মী নিয়ে কেক কাটেন এবং নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।তারপর তিনি শীতার্থ মানুষের মধ্যে প্রায় ২শতাধিক কম্বল বিতরন করন।কম্বল বিতরনের পর পরই ফানুস উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের কার্যক্রম শেষ করেন।এর আগে বিকেলে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সংযুক্তির সরাসরি সম্প্রচার করে দিনটি বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপন করে নরসিংদী জেলা ছাত্রলীগ।
নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আহসানুল ইসলাম রিমনের একক উদ্যোগে ও নেতৃত্বেই উক্ত পোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
এসময় অসংখ্য ছাত্রলীগ নেতাকর্মীর মধ্যে উপস্থিত ছিলেন মাধবদী শহর ছাত্রলীগের সাধারন সম্পাদক হাফিজুর রহমান সৈকত,নরসিংদী সরকারী কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রাকিব হাসান,যুগ্ম সাধারন সম্পাদক মহিনুল ইসলাম রাকিব,ইব্রাহীম খলিল কনক,সাংগঠনিক সম্পাদক আজিজুর ইসলাম সিফাত সহ নরসিংদী জেলা ছাত্রলীগ নেতা যোবায়েত সরকার প্রমুখ।