রণিকা বসু(মাধুরী)বিশেষ প্রতিনিধিঃ বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর ইউনিয়নের বারপাইকা গ্রামের ছােট একটি ভাঙ্গা ঘরে বসবাসকরা লক্ষ্মী রানী জীবন যুদ্ধে হার না মানা এক সাহসী নারী । যার সংসারের ৬ জনের মুখে দুই মুঠো খাবার তুলে দেওয়ার জন্য সকাল হলেই তার ব্যবসার ডালায় বাদাম, চানাচুর, চকলেট ইত্যাদি সাজিয়ে মাথায় নিয়ে গ্রামে গ্রামে পায়ে হেটে ফেরী করে লক্ষ্মী রানী । আর ফেরী করে বাদাম বিক্রি করে যে কয়েক টাকা লাভ হয় সেই টাকা দিয়েই খাবার কিনে তার অসুস্থ শতবর্ষী মা সহ নতিনদের মুখে দুই মুঠো খাবার তুলে দেয় ৭৫ বছর বয়সি এই বৃদ্ধা মহিলা।
আর এভাবেই স্বামীর মৃত্যুর পর থেকে ৩৫ বছর ধরে সংসার নামের ঘানি নিজের কাধে করে টেনে আসছে এই ৭৫ বছরের বৃদ্ধা মহিলা কিন্তু এখন বয়স বেরে যাওয়ার কারনে ও শরীরে বিভিন্ন রােগ দেখা দেয়ায় সে এখন আর অগের মতাে গ্রামে ঘুরে ঘুরে ফেরি করতে পারে না। তাই কখনাে কখনাে তার শতবর্ষী মা সহ পরিবারের সকলকে না খেয়েও অনাহারে দিন কাটাতে হয় ।
এই বৃদ্ধা মহিলার ভাগ্য এতটাই খারাপ যে এতাে দিন ধরে সরকারের দেওয়া বয়স্ক ভাতার কার্ডটিও জোটে নাই এই মহিলার শতবর্ষী মায়ের কপালে তবে সমাজ সেবা কর্মকরর্তা বলেন তাকে বয়স্ক ভাতার আওতায় নেয়া হয়েছে।
জীবন সংগ্রামে হার না মানলেও বয়স ও শারীরিক অসুস্থতার কাছে হেরে যাওয়া এই হতভাগ্য বৃদ্ধা মহিলার সরকারের কাছে একটাই অনুরােধ যে এখন বয়স বেরে যাওয়ার কারনে মানুষের বাড়ি বাড়ি ফেরি করতে পারে না। তাই যদি সরকার তাকে ছােট একটি ঘর ও দোকানের ব্যাবস্থা করে দেয় তাহলে সেখানে বসে ব্যবসা করে হয়তাে তার অসুস্থ শতবর্ষী মা সহ পরিবারের সকলের মুখে দুই মুঠো খাবার তুলে দিতে পারবে।