পটুয়াখালী প্রতিনিধিঃ বর্নাঢ্য আয়োজনে পটুয়াখালীতে বাংলাদেশ ছত্রলীগের ৭৩’তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিবসটি উদ্যাপন উপলক্ষে সোমবার সকাল ১১ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয় প্রাঙ্গনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং রঙবেরঙের বেলুন উড্ডয়ন করা হয়।
জেলা আওয়ামীলীগ সভাপতি হাসান সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর, সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক মোঃ ইকবাল হোসেন ভুইয়াসহ দলীয় নেতা-কর্মীরা। আলোচনা শেষে একটি আনন্দ শোভাযাত্রা শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালী শেষে কেক কাটার মধ্যদিয়ে শেষ হয় প্রথম দফার অনুষ্ঠান। রাতে ফানুস উৎসব ও জয় কনসার্টের আয়োজন রয়েছে বলে জানিয়েছে পটুয়াখালী জেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফয়জুল হক মুনসেফ।