মোঃ হাসান মাহমুদ,বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রামের বিভিন্ন স্থানে পথচারীদের মধ্যে মাস্ক বিতরণ করেন চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগ নেতা
এস.এম. সানাউল্লাহ , উপলক্ষ ছিল বঙ্গবন্ধু হাতে গড়া এশিয়া মহাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী।
উত্তরজেলা ছাত্রলীগের সংগ্রামী ছাত্রনেতা এস.এম.সানাউল্লাহ পত্রিকাকে বলেন,
শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী সংগঠন, বাঙালী জাতির মুক্তির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাতে গড়া,
জীবন ও যৌবনের উত্তাপে শুদ্ধ সংগঠন, সোনার বাংলা বিনির্মাণের কর্মী গড়ার পাঠশালা বাংলাদেশ ছাত্রলীগ।
বিদ্যার সঙ্গে বিনয়, শিক্ষার সঙ্গে দীক্ষা, কর্মের সঙ্গে নিষ্ঠা, জীবনের সঙ্গে দেশপ্রেম এবং মানবীয় গুণাবলির সংমিশ্রণ ঘটিয়ে বাংলাদেশ ছাত্রলীগ অতিক্রম করেছে পথচলার ৭৩ বছর।
১৯৪৮ সালের ৪ জানুয়ারি সময়ের দাবিতেই বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠা করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
সময়ের প্রয়োজন মেটাতেই এগিয়ে চলা বাংলাদেশ ছাত্রলীগের।
জন্মের প্রথম লগ্ন থেকেই ভাষার অধিকার, শিক্ষার অধিকার, বাঙালির স্বায়ত্তশাসন প্রতিষ্ঠা, দুঃশাসনের বিরুদ্ধে গণঅভ্যুত্থান, সর্বোপরি স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের ছয় দশকের সবচেয়ে সফল সাহসী সারথি বাংলাদেশ ছাত্রলীগ।
ছাত্রলীগের ৭৩তম জন্মদিনের শুভেচ্ছা সারা বাংলার ছাত্র সমাজকে।
বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের গর্বিত অংশিদার এই ছাত্র সংগঠনটি! আমি নিজেকে নিয়ে গর্ব করি এই সংগঠনের ক্ষুদ্র কর্মী হিসাবে।