ডেস্ক রিপোর্টঃ জয়যাত্রা টেলিভিশনের সাবেক ব্রডকাষ্ট ইমরুল কায়সারের বিরুদ্ধে থানায় সাধারণ ডাইরী ও অভিযোগ করেছেন নাজমূল হাসান রনি, প্রতিষ্ঠানের সহকারী এডমিন অফিসার মাহফুজার রহমান।
অভিযোগ সুত্রে জানা যায়, জয়যাত্রা টেলিভিশনের সহকারী এডমিন অফিসার মাহফুজার রহমান অভিযোগে লিখেছেন- জয়যাত্রা টেলিভিশনের ইন্টারনেট প্রটোকল ও পোর্টালে সুনামের সাথে সংবাদ পরিবেশন করে আসছে।
বিগত ২০১৮ইং সালের প্রতিষ্ঠানের কার্যক্রমের প্রারম্ভে ইমরুল কায়সার নিপুন ওই প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে নিয়োজিত ছিলেন। ইন্টারনেট প্রটোকল ও পোর্টালের অভিজ্ঞতা থাকায় ওই সময় প্রতিষ্ঠানের চেয়ারম্যান তাকে দিয়ে পোর্টালের ডোমেইন ও হোস্টিং, ওয়েব ডিজাইন, এমসিআর,পিসিআর এডিটিং ও ব্রডকাস্ট দেখভাল করেন। জুন /২০১৮ ইং সনে প্রতিষ্ঠানকে অবহিত না করে ইমরুল কায়সার নিপুন চলে যান এবং প্রতিষ্ঠানে পক্ষে যোগাযোগ করা হলে, তিনি কাজ না করার অপারগতা জানান।
পরবর্তী সেপ্টেম্বর /২০২০ ইং তারিখ হতে অত্র প্রতিষ্ঠানকে হয়রানি করার উদ্দেশ্যে তাহার সাথে চুক্তিবদ্ধ এইচ আর সফট বিডির প্রধান নির্বাহী কর্মকর্তা এইচএম রোকনুজ্জান রনির সাথে সুসম্পর্ক থাকায় উভয়ের যোগসাজসে অত্র প্রতিষ্ঠানের ডোমেইন ও হোস্টিং বন্ধ করার ষড়যন্ত্র করতেছে এবং তাদের সাথে যোগাযোগ করলে প্রতিষ্ঠানের সাথে আর ব্যবসা করিবে না বলে জানান।
পরবর্তীতে পল্লবী থানায় একটি সাধারণ ডাইরী করেছেন বলে জানান। যাহার নং ২৯১৩ তারিখ-২৯-০৯-২০২০ইং সন।
অত্র প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক হেলেনা জাহাঙ্গীর তার ফেসবুক পোস্টে লিখেছেন-মিডিয়াতে সাইবার ক্রাইম এর গড ফাঁদার ইমরুল কায়সার নিপুন। তাকে ধরিয়ে দেবার আহবান দেশ বাসির কাছে।
joyjatra.tv ডমিন নিয়ে তার হেফাজতে রেখে গত তিন বছর যাবত খেলে যাচ্ছে এবং এক্ট্রা টাকা পে করে সেটাকে হাইট করে রেখেছে। অথচ সে কন্সাল্টেন্সী ফি বাবদ ২২ লক্ষ টাকা নিয়েছে জয়যাত্রা টেলিভিশন থেকে সব ডকুমেন্টস আছে। অফিস থেকে কেউ ফোন করলে চরম খারাপ ব্যবহার করে সেটার ডকুমেন্টস ও আছে এবং মিডিয়ার কয়েকজন এর কাছে বলেছে ইচ্ছে করেই সে ডমিন তার নিজের কাছে রেখেছে নিলামে উঠাবে বলে। দেশে কি প্রশাসন নেই? সাইবার ক্রাইম ডিপার্টমেন্ট এর কাছে অনুরোধ মামলার নাম্বার তদারকি করে তার ও তার গ্রুপের বিরুদ্ধে সঠিক বিচার করার জন্য।