মো. রবিউল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি:- ইসলামিক ফাউন্ডেশন খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলায় কর্মরত সাধারণ কেয়ারটেকার মো. মঈনুল হকের বিরুদ্ধে অনিয়ম, দূর্নীতি ও ভূয়া শিক্ষক দেখিয়ে কেন্দ্র হতে বেতন ভাতা উত্তোলন করে সরকারি অর্থ আত্মসাৎসহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
শনিবার (২৯ ডিসেম্বর) মো. মঈনুল হকের বিরুদ্ধে এইসব অনিয়মের তথ্য উল্লেখ করে ফাউন্ডেশনটির উপ-পরিচালক, খাগড়াছড়ি পার্বত্য জেলা বরাবর ভোক্তভোগী ও স্থানীয় এলাকাবাসী স্বাক্ষরিত একটি অভিযোগ দায়ের করেন অজ্ঞাতনামা ব্যক্তিবর্গ।
অভিযোগ সূত্রে জানা যায়, ইসলামিক ফাউন্ডেশনে কর্মরত উপজেলার একাধিক কেন্দ্রের শিক্ষক-শিক্ষিকাদের কেন্দ্র কেটে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়েছে মঈনুল হক এবং ভূয়া শিক্ষক দেখিয়ে উত্তর গোদাতলী জামে মসজিদের সহজ কোরআন শিক্ষা কেন্দ্র স্থাপন করে বেতন ভাতা ভোগ করছেন তিনি। এছাড়াও মঈনুল হকের বিরুদ্ধে একাধিক মামলা ও ভূমি দখলসহ ইসলামিক ফাউন্ডেশন মানিকছড়ি উপজেলা কার্যলয়ে অনৈতিক কর্মকান্ডের কথাও উল্লেখ করা হয় অভিযোগপত্রে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে মানিকছড়ি উপজেলায় কর্মরত ইফা’র সাধারণ কেয়ারটেকার মো. মঈনুল হক তার বিরুদ্ধে আনিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবী করে বলেন, একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে উদ্দেশ্য প্রণোদিত ভাবে মিথ্যা অভিযোগ ও ষড়যন্ত্র করছে। এইসব অভিযোগের সাথে আমার সম্পৃক্ততা নেই।