বিবিসিনিউজ২৪,ডেস্কঃসুন্দরী মেয়ে ব্যবহার করে নিরিহ মানুষের কাছ থেকে হাতিয়ে নেওয়া সংঘবদ্ধ চক্রের এক আসামীকে গ্রেফতার করেছে পাহাড়তলি থানা পুলিশ।
গত ৩রা জানুয়ারি রাত ২ টার দিকে অভিযান চালিয়ে পাহাড়তলি থানাধীন এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী হল ওমর ফয়সাল রনি (২২) কে এবং তার নিকট প্রতারনার কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।
পাহাড়তলি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হাসাম ইমাম বিবিসিনিউজ টুয়েন্টিফোর ডটকম ডটবিডি’কে বলেন গ্রেফতারকৃত আসামী ওমর ফয়সাল রনি সুমন দীর্ঘদিন যাবত সুন্দর নারী দিয়ে নিরিহ মানুষের কাছ থেকে ব্লেক মেইল করে অর্থ হাতিয়ে নিত।তার সূত্র ধরে আমাদের থানায় এমন অপরাধের স্বীকার এক ব্যাক্তি অভিযোগ দায়ের করেন,অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে আসামী ওমর ফয়সাল রনি’কে গ্রেফতার করতে সক্ষম হয় এবং আসাদুজ্জামান সুমনের ব্যবহৃত মোটরসাইকেলটি সন্দ্বীপ থেকে উদ্ধার করা হয়।
ওমর ফয়সাল রনি এর নিকট সংঘবদ্ধ চক্র মোটরসাইকেল সহ নগদ টাকা ও ব্যাংক এর ডেবিট, ক্রেডিট কার্ড হাতিয়ে নেওয়ার অভিযোগের পর নিয়মিত মামলা রুজু করা হয় এবং অভিযান পরিচালনা করা হয় বলে জানান।