বরকল প্রতিনিধীঃ কিশোর গ্যাং!বর্তমান তরুন সমাজের জন্য একটা অভিশাপে পরিণত হওয়া নাম। শহর ও মফস্বল থেকে শুরু করে বর্তমানে অজো পাড়াগাঁয়েও বিস্তার করছে এই ভাইরাসটি।আর এটা যে কতটা মারাত্নক ব্যাধী তা বলার উপেক্ষা রাখে না।বিগত ছয় মাস পুর্বে বরকলের ভুষনছড়া ইউনিয়নের ক্ষমতাসীন দলের এক নেতার বিরুদ্ধে চলমান ষড়যন্ত্রের সুযোগে আব্দুস সালামা খোকাসহ আরো কিছু উদীয়মান তরুন মিলে গড়ে উঠে এই কিশোর গ্যাংটি। বিভীন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য সেবন ও বিক্রি ,মেয়েদের ইভটিজিং,মারামারি,চুড়ি,জনপ্রতিনিধীদের বিরুদ্ধে ভয় দেখিয়ে বিভীন্ন ধরনের ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার,মিথ্যা বানোয়াট মামলা করা সহ আরো বিভীন্ন ধরনের অপরাধ করে থাকে বলে সুত্রমতে জানা যায়।আর এদেরকে পুষে রাখছেন বিগত ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলনে হেরে যাওয়া একজন প্রার্থী ও একজন সাবেক ছাত্র নেতা।
বিগত ২ই জানুয়ারি ২০২১ রোজ শনিবার উক্ত তরুন তার ব্যবহৃত ফেইসবুক আইডি (md abdus salam khoka) দ্বারা ভুষনছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো আবু সাইদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ঘড় প্রদান বাবদ নুরজাহান(৭০) নামক একজন দরিদ্র বৃদ্ধা মহিলার নিকট হতে পাঁচ লাখ টাকা দাবি করে মর্মে উক্ত মহিলা এবং তার নাতি মো রুবেল(৩৫) এর দুটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করে।বিষয়টি নিয়ে উক্ত মহীলা এবং তার নাতির সাথে কথা বলতে গেলে তারা জানায় ভিডিওটা তাদেরকে ভুল বুজিয়ে, বিভীন্ন ধরনের ভয় ও লোভ দেখিয়ে ভিডিওগুলো করা হয়েছে এবং তাদের থেকে কোন অনুমতি না নিয়েই ছালাম ভিডিওটা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।এ বিষয়ে রুবেল বলেন,আমার দাদিকে সরকারি ঘড় পাইয়ে দেবার কথা বলে এবং একটি গোয়েন্দা সংস্থার দোহাই দিয়ে আমাকে এবং আমার দাদীকে দিয়ে সালাম উক্ত কাজটি করেছে।আবু সাইদ মেম্বার কখোনো আমাদের থেকে ঘড় বাবদ টাকা দাবি করে নাই এবং আমার দাদীর কাছে এত টাকা দেবার মত সামর্থ্য নেই।
আরো বিভীন্ন ধরনের অপরাধ করে থাকে বলে সুত্রমতে জানা যায়।বিগত ২ই জানুয়ারি ২০২১ রোজ শনিবার উক্ত তরুন তার ব্যবহৃত ফেইসবুক আইডি (md abdus salam khoka) দ্বারা ভুষনছড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক এবং ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো আবু সাইদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বরাদ্দকৃত ঘড় প্রদান বাবদ নুরজাহান(৭০) নামক একজন দরিদ্র বৃদ্ধা মহিলার নিকট হতে পাঁচ লাখ টাকা দাবি করে মর্মে উক্ত মহিলা এবং তার নাতি মো রুবেল(৩৫) এর দুটি ভিডিও সামাজিক মাধ্যমে প্রকাশ করে।বিষয়টি নিয়ে উক্ত মহীলা এবং তার নাতির সাথে কথা বলতে গেলে তারা জানায় ভিডিওটা তাদেরকে ভুল বুজিয়ে, বিভীন্ন ধরনের ভয় ও লোভ দেখিয়ে ভিডিওগুলো করা হয়েছে এবং তাদের থেকে কোন অনুমতি না নিয়েই ছালাম ভিডিওটা সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন।
এ বিষয়ে ইউপি আবু সাইদ মেম্বার জানান,ছালাম ছেলেটি সপরিবারে নেশাজাতীয় দ্রব্য, তক্ষক পাচারসহ বিভীন্ন ধরনের অনৈতিক কর্মকান্ডে জড়িত।রাঙ্গামাটি জেলা পরিষদের উন্নয়নমুলক প্রকল্পের কাজ, ভুষনছড়া ইউপি চেয়ারম্যানসহ আমরা তাদের উক্ত কর্মকান্ডে বাধা প্রদান করার কারনে তারা বিভীন্ন ধরনের অপপ্রচারের মাধ্যমে আমিসহ সমাজের গণ্যমান্য ব্যাক্তিদের বিরুদ্ধে সামাজিক মাধ্যমে বিভীন্ন ধরনের অপপ্রচার করে এলাকার সার্বিক পরিস্থিতি উতপ্ত করে নিজেদের অনৈতিক কাজগুলো নির্ভিঘ্নে চালিয়ে যাওয়ার পায়তারা করছে।বিগত শনিবার আমার বিরুদ্ধে নুরজাহান নামক একজন বৃদ্ধার নিকট হতে প্রধানমন্ত্রীর বারদ্ধকৃত ১ লাখ ৭১ হাজার টাকা বাজেটের ঘড় দেয়া বাবদ ৫ লাখ টাকা দাবী করেছি।যা সম্পুর্ন অযৌক্তিক এবং বানোয়াট।আমাকে সামাজিকভাবে হেয় পতিপন্ন করার জন্য এবং আমার মানহানি করার লক্ষ্যে তারা সংঘবদ্ধভাবে এসব অপপ্রচার করতেছে।যেহেতু আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল তারই পরিপেক্ষীতে আমি আজ ৪ই জানুয়ারি রোজ সোমবার বরকল থানায় উক্ত ব্যাক্তির বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেছি।এদের অত্যাচারে সমগ্র এলাকাবাসী অতিষ্ঠ।
এবিষয়ে ভুষনছড়া প্যানেল চেয়ারম্যান ও ৫ নং ইউপি সদস্য আবদুস ছবুর তালুকদার জানান,ভুষনছড়াতে উদীয়মান তরুনদের একটি চক্র বর্তমানে বিভীন্ন ধরনের অপরাধের সাথে জড়িত।যার মধ্যে ছালাম অন্যতম।গতকিছুদিন যাবত তারা বাইকের মাধ্যমে বিভীন্ন এলাকায় নেশাজাতীয় দ্রব্য প্রাচারসহ আরো অনেক ধরনের অপকর্ম করছে বলে অভিযোগ রয়েছে।
এদের একটি তালিকা করে প্রশাসন ও গণমাধ্যমকে দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।অচিরেই এদের দমন করার জন্য প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।