মো. রবিউল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি):- খাগড়াছড়ি মানিকছড়ি উপজেলার (সদর) ১নং মানিকছড়ি ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের সদস্য মো. শফিকুল ইসলাম ও একই এলাকার গ্রাম সর্দার মো. আমির হোসেনের বিরুদ্ধে সরকারি ভিজিডি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে মোটা অংকের অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে।
উপজেলার একসত্যা পাড়ার (রহমান নগর) বাসিন্দা কহিনূর বেগম, রাবেয়া আক্তার, মোসা. শাহিদা বেগম ও শারমিন আক্তারসহ বেশ কয়েকজন থেকে ভিজিডি কার্ড করে দেওয়ার প্রলোভন দেখিয়ে এলাকার গ্রাম সর্দার মো. আমির হোসেন ১৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করেন ভোক্তভোগী ও এলাকাবাসী।
এই বিষয়ে অভিযুক্ত আমির হোসেনের কাছে জানতে চাইলে তিনি অর্থ আত্মসাতের কথা স্বীকার করে বলেন, স্থানীয় ইউনিয়ন সদস্য শফিকুল ইসলামের যোগসাজেসে ও পরামর্শক্রমেই এইসব অর্থ হাতিয়ে নেন তিনি। তবে অভিযুক্ত ইউপি সদস্য সফিকুল ইসলাম তার বিরুদ্ধে আনিত অভোযোগ অস্বীকার করে বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবগত নই।