নিজস্ব প্রতিবেদকঃ বরিশালবাসীর প্রত্যাশা পূরণের অঙ্গীকার নিয়ে দায়িত্বভার বুঝে নিয়েছেন নতুন জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার।
তিনি আজ রোববার নতুন কর্মস্থলে যোগদান করেন। সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে সুধীজনদের উপস্থিতিতে দায়িত্বভার গ্রহণ করেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক এই কর্মকর্তা।
নতুন জেলা প্রশাসকের আগমনে বরিশালের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের নানা চাহিদা-প্রত্যাশার কথা জানিয়েছে। অবশ্য জেলা প্রশাসকও মানুষের প্রত্যাশা পুরণে কাজ করার কথা জানিয়েছেন।
গত ১৭ ডিসেম্বর জসিম উদ্দিন হায়দারকে বরিশালের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করেন সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখার উপসচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিযুক্ত করা হয়েছে।
নবাগত জেলা প্রশাসক জসিম উদ্দিন হায়দার নোয়াখালীর এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি উচ্চ শিক্ষা গ্রহণ করেন।
সর্বশেষ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পরিচালক (উপসচিব) হিসেবে দায়িত্ব পালন করেছেন।