মোঃএনামুল হক,স্টাফ রিপোর্টারঃ শেরপুরে পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন এর সভাপতি,নবাগত পুলিশ সুপার হাসান নাহিদ চৌধুরী পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশনের সার্বিক উন্নয়ন প্রকল্প পরির্দশন শেষে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৪ ডিসেম্বর সোমবার পরির্দশন শেষে পুলিশ লাইন্স একাডেমী ফর ক্রিয়েটিভ এডুকেশন, খরমপুর,শেরপুর এর হল রুমে শিক্ষক-শিক্ষিকাদের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন)মোঃবিল্লাল হোসেন,
অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)মোঃআমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর)মাহমুদুল হাসান ফেরদৌস, শেরপুর সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবদুল্লাহ আল-মামুন,পুলিশ লাইন্স একাডেমি ফর ক্রিয়েটিভ এডুকেশন এর প্রধান শিক্ষক জীবন কৃষ্ণ বসুসহ সকল শিক্ষক-শিক্ষিকামন্ডলী উপস্থিত ছিলেন।