তুফান চাকমাঃ নানিয়ারচর প্রতিনিধি, রাঙ্গামাটি জেলার নানিয়ারচরে রাঙ্গামাটি জেলা পরিষদ কর্তৃক গরীব অসহায় শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র (কম্বল) বিতরণ করেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য ও নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইলিপন চাকমা।
৪জানুয়ারী (সোমবার) নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে উপজেলার ৪ ইউনিয়নের প্রায়ই ২০০জন গরীব শীতার্ত মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন, রাঙ্গামাটি জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও রাঙ্গামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমা,
নানিয়ারচর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল ওহাব হাওলাদার,নানিয়ারচর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও নানিয়ারচর হ্যাডম্যান এসোসিয়েশনের সভাপতি সুজিত তালুকদার, নানিয়ারচর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি প্রিয়তোষ দত্ত প্রমুখ।