ইকবাল হোসেন,মুন্সিগঞ্জ প্রতিনিধিঃ গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের মধ্যে দিয়ে পালিত হলো সিরাজদিখান উপজেলা ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী।
৪ঠা জানুয়ারি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেন সিরাজদিখান উপজেলা ছাত্রলীগ।
সোমবার সকাল ১০ টায় সিরাজদিখান উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত মাহমুদ ও সাধারণ সম্পাদক পারভেজ চোকদার পাপ্পুর নেতৃত্বে এক বিশাল আনন্দন মিছিল হয়। উক্ত মিছিলটি উপজেলা মোড় হতে উপজেলা কাউন্টার মোড়ে এসে শেষ হয়।
আনন্দ মিছিল শেষে উপজেলা পার্টি অফিসে কেক কাটার মধ্য দিয়ে দিনটি উৎযাপন করেন। পরে নেতারা উপজেলা ছাত্রলীগ কে আরো গতিশীল করার পরামর্শ দেন। বঙ্গবন্ধুর আদর্শকে বুকে ধারণ করে সামনে এগিয়ে যেতে বলেন। নেতারা আরো বলেন ছাত্রলীগ সবাই করে না সময়ের সাহসী ছেলেরাই ছাত্রলীগ করে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজী মহিউদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুবকর সিদ্দিক,উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক মঈনুল হাসান নাহিদ, উপজেলা আ.লীগের সাবেক সাধারণ সম্পাদক এস এম সোহরাব,মুন্সিগঞ্জ জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তাইজুল ইসলাম পিন্টু ইউনিয়ন চেয়ারম্যান এস এম ইকবাল চোকদার, বিভিন্ন ইউনিয়নের আ.লীগ,যুবলীগ নেতৃবৃন্দ, চিত্রকোট ইউনিয় ছাত্রলীগের সভাপতি আল-মামুন সহ সকল ইউনিয়নের সভাপতি সাধারণ সম্পাদক প্রমুখ উপস্থিত ছিলেন।
১৯৪৭ সালে ৪ ঠা জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রতিষ্ঠিত করেন বাংলাদেশ ছাত্রলীগ। হাজারো ইতিহাস এ সংগঠনটির। ১৯৫২ সালের ভাষা আনন্দোলন ১৯৭১ এর মহান মুক্তিযুদ্ধে অগ্রণী ভূমিকা রাখেন বাংলাদেশ ছাত্রলীগ।