ইজাজুলঃ নাটোর সিংড়া ৩ আসনের সিংড়া উপজেলার একটি বৃহত্তর ইউনিয়ন তাজপুর। চলনবিলের একদম প্রত্যান্ত এলাকা হিসাবে এখান সাধারন মানুষ এক সময়ে না না দিক থেকেই অবহেলিত ছিলো।
৭৫.৬০ কিমি২ (২৯.১৯ বর্গমাইল) এলাকা জুড়ে অবস্থিত এলাকাটিতে সর্বশেষ আদমশুমারীর হিসাব অনুযায়ী জনসংখ্যা ছিল প্রায় ২০,২৯২ জন। ইউনিয়নটিতে মোট গ্রামের সংখ্যা ৩২টি ও মৌজার সংখ্যা ২২টি।এখান কার জনগণের জীবন যত্রার মান উন্নয়নে ৩ আসনের বার বার নির্বাচিত এমপি আলহাজ্ব জুনাইদ আহম্মেদ পলক (আইসিটি প্রতিমন্ত্রী) এর নেতৃত্বে জননেত্রী শেখ হাসিনার,,, “গ্রাম হবে শহর” কর্মসূচীর মহাকার্য পরিকল্পনা বাস্তবানে নিরলস কাজ করছেন ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দীন।
এলাকার সুবিধা বঞ্চিত মানুষের জন্য রাস্তা ঘাট,শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন, ধর্মীয় ও সামাজক অবস্থার পরিবর্তন সহ সকল সূচকেই তিনি মন্ত্রী মহাদয়ের নেতৃত্বে উন্নয়ন কার্যতরান্নিত করছেন। বর্তমানে চেয়ারম্যান তাজপুর শিক্ষিত তরুন সমাজের কথা মাথায় রেখে ইউনিয়নের গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্ট এ ফ্রি ইন্টারনেট সেবা প্রদানে ইন্টারনেট সংযোগ চালু করছেন।ইউনিয়নের মেইন পয়েন্টন নওগাঁ, তাজপুর বাজার, হিয়াতপুর,রাখালগাছা শহরবাড়ি এলাকাজুড়ে।
ইউপি চেয়ারম্যান মিনহাজ উদ্দীন বলেন,,,আমার ইউনিয়নের তরুন সমাজের দাবিতে আমি মন্ত্রী মহদয়ের কাছে অনুরোধক্রমে এখানে ফ্রি নেট সংযোগ ব্যাবস্থার কার্যক্রম বাস্তবান করছি,,আমি আমার প্রান প্রনপ্রিয় তাজপুর বাসীর পাশে আছি আগামী দিনেও সবসময় থাকবো ইনশাআল্লাহ।