সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রাম,ঐতিহ্য,সাফল্যের ৭৩ বর্ষপূর্তি উপলক্ষে বাগেরহাট জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনিরুজ্জামান মনি’র সভাপতিত্বে বাগেরহাট জেলা আওয়ামীলীগের অফিস সংলগ্ন রেলওয়ে চত্বরে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন ও বক্তব্য রাখেন বাগেরহাট -২ আসনের মাননীয় সংসদ সদস্য তারুন্যের আইকন শেখ সারহান নাসের তন্ময়।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন প্রতিষ্ঠালগ্নের পর থেকে বাংলাদেশ ছাত্রলীগের ঐতিহ্যবাহী সংগঠনটি অতীতে দেশের যে কোনো পরিবেশ পরিস্হিতিতে এগিয়ে এসেছে,আগামীতেও যে কোনো পরিবেশ পরিস্হিতিতে ও ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসতে হবে। বিকাল চারটায় সভা শুরুর আগে থেকেই বাগেরহাটের বিভিন্ন উপজেলা,ইউনিয়ন, ম্যাটস সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বিশাল মিছিল আলোচনা অনুষ্ঠানে যোগ দেয়,তারা জননেত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন কর্মকান্ড সম্বলিত ব্যানার ও প্লাকার্ড নিয়ে সমাবেশ স্হলে যোগ দেয়। এ সময়ে বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি জনাব কামরুজ্জামান টুকু,সাধারন সম্পাদক এ্যাডভোকেট ভূঁইয়া হেমায়েত উদ্দিন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক সফল ছাত্রনেতা মীর ফজলে সাইদ ডাবলু, নকীব নজিবুল হক নজু,সরদার আবুল কালাম মিন্টু,তালুকদার নাজমুল কবির ঝিলাম, মোস্তাফিজুর রহমান সোহেল, অম্বরিশ রায়,প্রমুখ ।বক্তারা দেশের এই ঐতিহ্যবাহী সংগঠনকে দেশের যেকোনো পরিবেশ পরিস্হিতিতে শেখ হাসিনার পাশে থেকে সুশৃংখল ভাবে কাজ করার জন্য আহ্বান জানান। পরে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে সংগঠনটির ৭৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।।।