দেওয়ান নাঈম,হালুয়াঘাট প্রতিনিধিঃ বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে দেশের অবহেলিত অনেক শিক্ষা প্রতিষ্ঠানের ভৌত অবকাঠামোগত উন্নয়েনর লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ঘইওউএচঝ প্রকল্পের আওতায় ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কতৃক বাস্তবায়নে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সেন্ট এন্ড্রুজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের শুভ উদ্বোধন করেন হালুয়াঘাট -ধোবাউড়া আসনের সংসদ সদস্য জুয়েল আরেং। রবিবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সেন্ট এন্ড্রুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল করিম, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা কবিরুল ইসলাম বেগ, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যক্ষ আবদুর রশিদ, পৌর মেয়র খায়রুল আলম ভূঞা, উপজেলা প্রকৌশলী শান্তনু ঘোষ সাগর,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার স্বপন কুমার সূত্রধর,ওসি মাহমুদুল হাসান,অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ডাঃ আলাল উদ্দিন, পিটিআই সভাপতি জাকির হোসেন জনি, উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইসমাইল হোসেন এবং সেন্ট এন্ড্রুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হান্নান বাচ্চু প্রমুখ।