প্রতিনিধি রামগড় (খাগড়াছড়ি)ঃ খাগড়াছড়ি রামগড় উপজেলার এতিমখানা সহ সকল কওমি মাদ্রাসায়, অসহায়, এতিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন “সিএইচটি ওয়েল ফেয়ার ফাউন্ডেশন” পার্বত্য চট্টগ্রাম।
আজ (৩রা জানুয়ারী) রবিবার, সংগঠনটির চেয়ারম্যান ও খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মুফতি রবিউল ইসলাম শামীম এর নেতৃত্বে খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা পরিষদ রামগড় উপজেলা শাখার নেতৃবৃন্দ রামগড় উপজেলার প্রতিটি কওমি মাদ্রাসা সফর করে এতিম ও অসহায় ছাত্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় মুফতি রবিউল ইসলাম শামীম সমাজের সকল বৃত্তবানদের মানবতার সেবায় এগিয়ে আসার আহবান জানান।
তিনি বলেন “সিএইচটি ওয়েল ফেয়ার ফাউন্ডেশন” পার্বত্য চট্টগ্রাম তিন পার্বত্য জেলায় অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ করবেন, ইতিমধ্যে খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় বিতরণ কর্মসূচি বাস্তবায়ন হয়েছে, এর পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও অসহায়দের বিশুদ্ধ পানির জন্য নলকূপ সহ সামাজিক সেবা মুলক কাজে সংগঠনটি সব সময় নিয়োজিত থাকবেন বলে তিনি জানান।
খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ আবদুল মালেক বলেন কোন বৃত্তবান যদি মানবতার সেবায় এগিয়ে আসতে চান তাহলে সিএইসটি ওয়েল ফেয়ার ফাউন্ডেশন এর চেয়ারম্যান বা খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের নেতৃবৃন্দের সাথে যোগাযোগ করার আহবান জানান।
এ সময় উপস্থিত ছিলেন,
খাগড়াছড়ি কওমী মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ রামগড় উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক কাজী মুহিববুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা আবদুল হান্নান মানছুর সহ ওলামায়ে কেরামগন।
শুভাশীষ দাশ,প্রতিনিধি রামগড় (খাগড়াছড়ি)
৩/১/২০২১