তাজুল ইসলাম তাজঃ অদ্য ৩রা ডিসেম্বর ২০২০ইং রবিবার সকাল ১০ টায় রাঙামাটি যুব উন্নয়ন অধিদপ্তর’র হল রুমে রাঙামাটি জেলা যুব উন্নয়ন কর্তৃক আয়োজনে সামাজিক সচেতনতামূলক কার্যক্রম বাস্তবায়নের জন্য স্বেচ্ছাসেবামূলক কর্মকান্ডে যুবসমাজের করনীয় শীর্ষক ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপ পরিচালক (অতিঃ দায়িত্ব) মোঃ শহিদুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ’র নবনিযুক্ত সদস্য ও আহ্বায়ক ইলিপন চাকমা, যুব উন্নয়ন অধিদপ্তর,রাঙামাটি পার্বত্য জেলা। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেপুটি কো-অর্ডিনেটর বিপুল চাকমা, মৎস্য চাষ ও কম্পিউটার প্রশিক্ষক সৈয়দ আল মাসুদ,যুব উন্নয়ন অধিদপ্তর,রাঙামাটি, এবং শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশন’র পরিচালক নাছির উদ্দীন প্রমুখ।
নবনিযুক্ত জেলা পরিষদ সদস্য ইলিপন চাকমা প্রধান অতিথির বক্তব্যে বলেন স্বেচ্ছায় সেবা যে কেউ সহযেই দিতে পারে না। স্বেচ্ছাসেবক সেই হতে পারে যিনি স্বেচ্ছামূলক কর্মকান্ডে জড়িত থাকে স্বার্থ উদ্ধার কাজকে কখনোই স্বেচ্ছার কাজ বলা যাবে না। প্রধান অতিথি তার প্রতিষ্ঠিত হওয়া নিয়ে কিছু ব্যাবসায়িক উদ্যোগ’র বিষয়ে আলাপ করেন তার মধ্যে মৎস্য চাষ ও পশু পালন সম্পর্কে অন্যতম ব্যাখ্যা প্রদান করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ১ম দিনে ত্রিশ(৩০) জন যুবক ও যুব-মহিলা অংশগ্রহণ করেন।
উদ্বোধনী সভা শেষে সামাজিক সংগঠন শাপলা নারী উন্নয়ন ফাউন্ডেশনের পক্ষে অতিথিদের ফুল দিয়ে বরন করেন এবং প্রধান অতিথিকে ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রুপক কুমার বড়ুয়া, প্রশিক্ষক (মৎস্য), যুব উন্নয়ন অধিদপ্তর, রাঙামাটি পার্বত্য জেলা।