সোহেল রানা বাবু,বাগেরহাট প্রতিনিধিঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার যে স্বপ্ন তা আমাদের বাস্তবায়ন করতে হবে। জাতির পিতার আদর্শ আপনারা নষ্ট করবেন না। বাগেরহাট-২ আসনের মাননীয় সংসদ সদস্য ও বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী শেখ সারহান নাসের তন্ময় শনিবার বিকাল ৪টায় ফকিরহাটের কাটাখালী বাসস্ট্যান্ড চত্বরে বাগেরহাট জেলা আওয়ামীলীগ আয়োজিত গণতন্ত্র বিজয় দিবস উপলক্ষে বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বাগেরহাটে মোংলা বন্দর আছে, সুন্দরবন আছে, আপনারা আছেন, জনগণের কল্যাণে কাজ করুন। আপনারা জনগণের হোন। তিনি পুলিশ ও র্যাব বাহিনীর প্রতি আহবান জানিয়ে বলেন, অপরাধী যে দলেরই হোক না কেন তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনুন।
জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ কামরুজ্জামান টুকুর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য এ্যাড. আমিরুল আলম মিলন। জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নকিব নজিবুল হক নজুর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, খুলনা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. সুজিত কুমার অধিকারী, বাগেরহাট জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এ্যাড. ভুঁইয়া হেমায়েত উদ্দিন, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাস, বাগেরহাট সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আকতারুজ্জামান বাচ্চু, পৌর আওয়ামী লীগের সভাপতি মোঃ বশিরুল ইসলাম, কচুয়া উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিকদার আবু বক্কর সিদ্দিক, শরণখোলা উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আজমল হোসেন মুক্তা ও রামপাল উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ মোয়াজ্জেম হোসেন প্রমুখ।
এসময় মঞ্চে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, আলহাজ্ব এ্যাডঃ শাহ-ই-আলম বাচ্চু, এ্যাডঃ ফরিদ উদ্দিন আহম্মেদ,ডাঃ মোশাররফ হোসেন মুক্ত, এ্যাডঃ শেখ মোঃ আলী আকবর, কাজী মাহফুজুর রহমান, ইদ্রিস আলী ইজারাদার, অধ্যাপক মোল্লা আঃ রউফ, সরদার সেলিম আহম্মেদ, ফরিদা আক্তার বানু (লুচি), ড. এ, জে,আজাদ ফিরোজ টিপু, যুগ্ন-সাধারন সম্পাদক ও বাগেরহাট পৌর মেয়র খাঁন হাবিবুর রহমান, সরদার ফকরুল আলম সাহেব, বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আলহাজ্ব তালুকদার আব্দুল বাকি, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শিরিনা আক্তার কিসলু, জেলা আ.লীগের সদস্য মো. মুজিবুর রহমান খান, শেখ মাহফুজুর রহমান,জেলা যুবলীগের সভাপতি সরদার নাসির উদ্দিন, সুমন রাহী,জেলা ছাত্রলীগের সভাপতি মনির হোসেন, সাধারন সম্পাদক ওশান সরদার, স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান সোহেল, সদস্য সচিব সরদার আব্দুল কাদের ও শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টু, পৌরসভার প্যানেল মেয়র শাহনেওয়াজ মোল্লা দোলন সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভা শুরুর আগে বাগেরহাট জেলার ৯টি উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মীরা মিছিল সহকারে সভা স্থলে এসে হাজির হয়। এসময় সভা স্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে জনসমুদ্রে পরিনত হয়।