ধোবাউড়া প্রতিনিধিঃ ময়মনসিংহের ধোবাউড়ায় অন্যতম সামাজিক সংগঠন আলোর মিছিল। সংগঠন টি ২০১০ সালে প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন ধরনের সামাজিক কর্মকাণ্ড করে আসছে। এরই ধারাবাহিকতায় প্রতি বছরের ন্যায় এবছরও আলোর মিছিলের উদ্যোগে ১৫০ জন অসহায় গরীব মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
রবিবার ( ৩রা জানুয়ারী) সকাল ১১টায় উপজেলার পোড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই বাজারে এবং দুপুর ১২ টায় পোড়াকান্দুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কম্বল বিতরণ করা হয়। এছাড়াও উপজেলায় আলোর মিছিলের ৬ টি ইউনিটের স্ব স্ব পক্ষ থেকে গত ডিসেম্বরে কম্বল বিতরণ করা হয়েছে। কম্বল পেয়ে খুশি অসহায় শীতার্ত মানুষ। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পোড়াকান্দুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম বকুল, পোড়াকান্দুলিয়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুভাস চন্দ্র বিশ্বাস,আলোর মিছিলের প্রতিষ্ঠাতা সভাপতি আনিসুর রহমান সোহাগ, উপদেষ্টা আনোয়ার হোসেন রাজিব, সভাপতি আজহারুল ইসলাম, সাধারন সম্পাদক শফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম মিলন, প্রচার সম্পাদক আল মামুন আজাদ রানা, মাহমুদুল হাসান রুবেল, আবু হেনা, মোসলেম উদ্দিনের, নাজমুল হাসান প্রমুখ।